সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী এমন একটি যন্ত্রাংশ উদ্ভাবন করেছেন, যা মানুষের মাত্র একটি চুলের চারদিকে জড়িয়ে রাখার উপযোগী। এটি অত্যন্ত সূক্ষ্ম ও অতি-নমনীয়। এই অতি সূক্ষ্ম যন্ত্রটি চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের সুযোগ রয়েছে এবং কৃত্রিম চোখ তৈরিতে ইতিমধ্যে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। যন্ত্রাংশটির পাতলা পলিভিনাইলের দুটি স্তরের শীর্ষে একটি বৈদ্যুতিক সার্কিট স্থাপন করা হয়। পরে সেটি গবেষণাগারের একটি পাত্রে ডুবিয়ে রাখা হয়। এতে পলিভিনাইলের দুটি স্তর গলে গিয়ে সার্কিটের সঙ্গে যে হালকা ও স্বচ্ছ...

